### বুরকিনা ফাসোর শহরে হামলায় ৬০০ জনের মৃত্যু: সিএনএন
বুরকিনা ফাসোর একটি শহরে ঘটে যাওয়া ভয়াবহ এক হামলায় প্রায় ৬০০ জন নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে জানা যায়, এই হত্যাকাণ্ডের পেছনে আল-কায়েদা-সংযুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে বারসালাঘো এলাকার বাসিন্দারা নিজেদের রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক পরিখা খনন করছিলেন। সেই সময় সন্ত্রাসীরা আকস্মিকভাবে হামলা চালায়, ফলে কয়েক ঘণ্টার মধ্যে প্রচুর লোক নিহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।
ফ্রান্স সরকারের তথ্যের ভিত্তিতে সিএনএন জানায়, এই হামলায় মৃতের সংখ্যা প্রায় ৬০০। তবে জাতিসংঘের হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ২০০ জন। এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বেড়েছে।