দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রেমিট্যান্স, যা প্রবাসীরা পাঠান। কিন্তু বিদেশ থেকে দেশে ফেরার পর তাঁরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে বর্তমান অন্তর্বর্তী সরকার নজর দিচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি এক ব্রিফিংয়ে জানান, প্রবাসীদের জন্য দেশের বিমানবন্দরগুলোতে ভিআইপি সুবিধা চালু করা হবে।
তিনি বলেন, বিমানবন্দরে সেবার মান ইতিমধ্যে বাড়ানো হয়েছে এবং রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ভিআইপি সেবা দেওয়া হবে। এ সেবায় প্রবাসীরা বিমানবন্দরে একজন ভিআইপির মতো সুবিধা পাবেন, লাউঞ্জ ব্যবহার ছাড়া।
এছাড়া, বিমানবন্দরে একজন ভিআইপি যেভাবে সহায়তা পান, যেমন লাগেজ পরিবহন, চেক-ইন এবং ইমিগ্রেশনের সময় সঙ্গী থাকবে, তেমনই সুবিধা প্রদান করা হবে। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের কর্মীদের লক্ষ্য করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউরোপের কর্মীদের জন্য পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভবিষ্যতে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ তৈরি করার পরিকল্পনাও রয়েছে। আসিফ নজরুল বলেন, এ উদ্যোগ আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়িত হবে। বিমানবন্দরে আসার পর কর্মীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেজন্য একটি প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন করা হবে।
এ সংক্রান্ত কার্যক্রমের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন কর্মী নিয়োগ ও ট্রেনিং দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রবাসীরা যাতে এয়ারপোর্টে হয়রানির শিকার না হন এবং অপমানিত বোধ না করেন, সেজন্য সরকারের তরফ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি থাকবে।