কক্সবাজারে নারীকে কান ধরিয়ে মারধর অভিযুক্ত ফারুকুল ইসলাম ডিবি হেফাজতে।
১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে কক্সবাজারের সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করানোর ঘটনায় অভিযুক্ত যুবক ফারুকুল ইসলামকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি জাবেদ মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারুকুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, ওই নারী কান ধরে ওঠবস করতে অপারগতা প্রকাশ করার পর, সেখানে উপস্থিত একজন যুবক লাঠি দিয়ে তার ওপর আঘাত করেন। এসময় ওই নারীর কান ধরে ওঠবস গণনা করে চলছিল উপস্থিত জনতা।