কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ভাই-বোনসহ ৪ শিশু নিখোঁজ

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশুদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুদের মধ্যে রয়েছেন নারায়ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), এবং আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)। তারা সকলেই স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানিয়েছেন, বুধবার দুপুরে স্কুল ছুটির পর জুয়েলসহ পাঁচজন শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। তাদের মধ্যে একজন পারের কাছে উঠতে সক্ষম হলেও বাকিরা স্রোতের টানে ডুবে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ আপাতত বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের ডুবুরি দলের আসার কথা রয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, “ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তবে রাত হওয়ায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”

এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *