**কুমিল্লার তিতাসে মানসিক প্রতিবন্ধী নারীর গণধর্ষণ: ৬ যুবক আটক**
**কুমিল্লা, ৩০ আগস্ট** – কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি বাজারে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ত্রাণ দেয়ার প্রলোভন দেখিয়ে গণধর্ষণের অভিযোগে ৬ জন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১:৩০ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে আছেন—ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলীনুর (৪৫), চকের বাড়ীর সিএনজি চালক বাবু (৪০), হরিপুর চকের বাড়ীর সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের আরিফ (৩০), দাসকান্দি চকের বাড়ীর নুর মোহাম্মদ (২৫), এবং বিদ্যুৎ মজুমদার (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের মতে, গত বুধবার দুপুরে ত্রাণ পাওয়ার আশায় ভুক্তভোগী নারী দাসকান্দি বাজারে যান। সিএনজি চালক বাবু তাকে ত্রাণ দেয়ার কথা বলে আলীনুর আলীর দোকানে বসিয়ে রাখে। সন্ধ্যার পরে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের আটক করে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। পরে, এক ছাত্র সমন্বয়কের কাছে ঘটনাটি জানানো হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের আটক করে।
তিতাস থানার ওসি কাজী নাজমুল হক জানান, “আমরা খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের আটক করেছি। এই ঘটনায় আরও তিনজন জড়িত থাকতে পারে, তাদের খোঁজ চলছে। মামলার প্রক্রিয়া চলছে।”
এই ঘটনার মাধ্যমে সমাজে অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং এমন ঘৃণ্য কাজের কঠোর বিচার নিশ্চিত করা জরুরি।