যাত্রাবাড়ীতে অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাত, নবজাতকের পর মায়েরও মৃত্যু

 

রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল (মঙ্গলবার) রাতে সাত মাসের অন্তঃসত্ত্বা সীমা আক্তার (২২) নামের এক নারীর ওপর ছুরিকাঘাতের ঘটনায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক দুর্বৃত্ত সীমার ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকটি বের করা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে নবজাতকটির মৃত্যু হয়। আজ (বুধবার) চিকিৎসাধীন অবস্থায় সীমা আক্তারও মৃত্যুবরণ করেন।

সীমার পরিবার সূত্রে জানা যায়, সীমা তার স্বামী জুয়েল রানার সাথে উত্তর যাত্রাবাড়ীর শহীদ জিয়া স্কুলের পেছনে বাস করতেন। জুয়েল পেশায় ফল বিক্রেতা এবং তাদের একটি চার বছরের ছেলে রয়েছে। সীমার বাবা মলাই কাজীও ফল বিক্রেতা এবং সীমার বাসা তার বাবার বাসার কাছেই ছিল।

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সীমা গতকাল সন্ধ্যায় তার বাবার বাসায় আসেন। ওই সময় অপরিচিত এক দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে। সীমা আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠেন, “আমি অন্তঃসত্ত্বা, আমাকে মাইরেন না।” তার মা রান্নাঘর থেকে ছুটে এসে সীমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং তৎক্ষণাত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচার করে সীমার গর্ভ থেকে সন্তানকে বের করা হয়, কিন্তু নবজাতকটির মৃত্যু ঘটে। সীমা আজ বেলা সাড়ে তিনটার দিকে মারা যান।

সীমার বাবা জানিয়েছেন, হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি এবং সীমার মৃত্যুর আগে আহত অবস্থায়ও হামলাকারীকে চেনেননি।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং স্বজনেরা থানায় এসে অভিযোগ করলে হত্যার মামলা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *