ট্রেনে টিকেট কেটেও দিতে হচ্ছে জরিমানা জানালে ভুক্তভোগী।

টিকেট কাটতে চাইলে গুণতে হবে ৫০ টাকা জরিমানা!
ব্যাপারটা শুনতে অদ্ভুত মনে হইলেও এইটাও বাংলাদেশ রেলওয়ের নিয়ম, ৩০ মিনিট আগে থেকে লাইনে দাঁড়িয়ে টিকেট নেয়ার চেষ্টা করলাম। বলা হলো স্ট্যান্ডিং টিকেট দেয়া হয়না! কি অদ্ভুত! টিকেট দিবেননা কেন?

টিকেট চেকার একজনকে জিজ্ঞাসা করলাম টিকেট দিচ্ছেন না আবার ভিতরে তো টিটিই আইসা জরিমানা করবে। আমি তো টিকেট কাটতে চাচ্ছি তাহলে টিকেট কেন দিচ্ছেন না? বলতেছে মোট আসনের ২৫% স্ট্যান্ডিং দেয়া হবে এরপর আর নাই। এখন আমাকে টিকেট কাটতে হলে জরিমানা সহ ই কাটতে হবে।
তারপর উপায়ন্তর না দেখে জরিমানা সহ টিকেট নিতে হইলো।

সোনার বাংলার এক সোনার সিস্টেম এটা, আপনি নিয়ম মানতে গেলে জরিমানা দিয়ে মানতে হবে। আর যদি না মানেন তাইলে সব ই ফ্রি।

অন্তত এইসব প্র্যাকটিস আর এইসব রুলস রেগুলেশনের কারণেই রেলওয়ের এতো এতো লোকসান!

May be an image of train and text that says "Bangladesh Railway UPAKUL EXPRESS 712 WT Without Ticket Eft No.: DHKDA039240828154558 Date & Time: 28-08-2024 03:45 Class: Class:S_CHATF S_CHATR Fare: Dhaka-Quasba Excess Fare: Dhaka-Blman_Bandar Det: Dhaka WT Passenger No.: No. Fare Amount: ቴ 190 Excess Fare Amount: ট 50 Total Amount: ច 240 DHKDA039 Powered PoreredBy:Chohoz-eynele-vnemn) By: Shohoz-aynesle-vinoen jv"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *